মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী
ধর কান জোরে টান
ওঠবস কর,
চাল চোরা হলি তাই
লাথি খেয়ে মর-
ধর কান জোরে টান ওঠবস কর।।
রিলিফের চাল চুরি
করবি না আর,
কান ধরে বল এটি
কাছে জনতার।
নতুবা জনতা দেবে চড় ও থাপ্পর-
ধর কান জোরে টান ওঠ বস কর।।
তোর মত চেয়ারম্যান
দেশে আছে যারা,
জনতার রোষানলে
পড়ে থাকে তারা।
করবি না চাল চুরি, তাই কান ধর-
ধর কান জোরে টান ওঠ বস কর।।
কান ধরা খায় যারা
জনতার কাছে,
ইতরের মত তারা
এ সমাজে বাঁচে।
নীচুমাথা হয়ে তারা থাকে জনমভর-
ধর কান জোরে টান ওঠ বস কর।।
No comments:
Post a Comment