Friday, April 24, 2020

মৃত্যু

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

মৃত্য তোমার ঘাড়ে রাখে
নিত্য আসন তার,
একদিন তোমায় এ ধরাতে
রাখবে না সে আর।
তার শেকলের বন্ধন থেকে পাবে না নিস্তার-
মৃত্য তোমার ঘাড়ে রাখে নিত্য আসন তার।।

দারা-পুত্র, ধন-মান তোমার
সেরা আকর্ষণ,
রাখছ হর্ষ আর জৌলুসে 
উদ্দীপিত মন।
নেইকো তোমার আদৌ খবর আপন ঠিকানার-
মৃত্যু তোমার ঘাড়ে রাখে নিত্য আসন তার।।

এ ধরা নয় কভু তোমার 
স্থায়ী বাসস্থান,
পরকালে হবে তোমার
চির অবস্থান।
সে আবাসের করবে মরণ কাণ্ডারীর কারবার-
মৃত্যু তোমার ঘাড়ে রাখে নিত্য আসন তার।।

পৃথিবীটা পরকালের
পুঁজি করার স্থান।
বিশাল পুঁজি করো মেনে
আল্লাহর বিধান।
নইলে হবে মহাবিপদ সেকালে তোমার-
মৃত্যু তোমার ঘাড়ে রাখে নিত্য আসন তার।।

পাপ বা পুণ্য যা করেছো
ধরায় জীবন ভর,
সে মোতাবেক স্বর্গ নরক
পাবে মৃত্যুর পর।
মরণ আসার আগে দরকার বিষয়টি ভাবার-
মৃত্যু তোমার ঘাড়ে রাখে নিত্য আসন তার।
                 .......





No comments: