Friday, August 2, 2019

অন্তমিলে 'ক্ষতি'এর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

অনিষ্ট, অশুভ, ক্ষতি
  অগুণ, খোয়ার,
অপকৃতি, শয়তানি
   ক্ষয়, অপকার।

উপঘাত, অপকর্ম
  অনর্থ, অহিত,
তসরূপ, অপচয়
হ্রাস, অত্যাহিত।

খারাবি, অশ্রেয়, হারা
     দোষ, অপব্যয়,
অর্থনাশ, লোকসান
     হানি, অর্থব্যয়।