মাতৃভূমির গান
মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী
মাতৃভুমি ধরায় তুমি
প্রভুর সেরা দান,
লাল সবুজের রূপটি তোমার
দেখলে জুড়ায় প্রাণ।
শোভনতায় এ ক্ষিতিতে উর্ধ্বে তোমার স্থান,
মাতৃভুমি ধরায় তুমি প্রভুর সেরা দান।।
দেখতে তোমার রূপের ঝলক
সবাই পাগলপারা,
আকাশ থেকে দেখতে জাগে
চাঁদ, রবি, আর তারা।
নয়নকাড়া দৃশ্য তোমার হয় না কভু ম্লান-
মাতৃভুমি ধরায় তুমি প্রভুর সেরা দান।।
উদার তোমার অন্তরীক্ষ
বিশাল তোমার মাঠ,
তোমার ধানের বিলে জাগে
ঢেউখেলানো নাট।
বৃক্ষশাখায় মধুর কণ্ঠে পাখিরা গায় গান-
মাতৃভমি ধরায় তুমি প্রভুর সেরা দান।।
অতি মধুর ভাষা তোমার
কাড়ে সবার মন।
নিত্য আমরা তোমার বুকে
পাই অফুরান ধন।
তোমার সে ধন বয়ে আনে মহাসুখের বান-
মাতৃ়ৃভুমি ধরায় তুমি প্রভুর সেরা দান।।
ধন রেখেছেন প্র ভু তোমার
মাঠ, নদী আর বনে,
অবারিত আছে সে ধন
ভোগতে সকল জনে।
ষড়ঋতুর মাধ্যমে যা করেন তিনি দান-
মাতৃভুমি ধরায় তুমি প্রভুর সেরা দান।।
সব ঋতুতে থাকে তোমার
রূপবৈচিত্রের খেলা,
এদের মাঝে থাকে আরো
ফুল-ফলাদি মেলা।
পবনে তাই মাখা থাকে ফুল ও ফলের ঘ্রাণ-
মাতৃভুমি ধরায় তুমি প্রভুর সেরা দান।।
তোমার কোলে নিত্য লভি
সুখ-আনন্দ-হাসি,
তাইতো আমরা প্রাণের চেয়ে
তোমায় ভালোবাসি।
কন্ঠে জাগে তোমার ছোঁয়ায় মহানন্দে গান।
মাতৃভুমি ধরায় তুমি প্রভুর সেরা দান।।
বক্ষে তোমার থাকি মোরা
উচ্ছ্বসিত প্রাণে
শপথ করছি, আমরা তোমায়
রাখবো সেরা স্থানে।
দৃঢ় আমরা তোমার তরে দিতে সবে প্রাণ-
মাতৃভুমি ধরায় তুমি প্রভুর সেরা দান।।