Monday, May 27, 2024

ভণ্ড রাজার দেশে

ভণ্ড রাজার দেশটাতে সব
   ভণ্ড করে বাস, 
তাইতো সোনার দেশটা এখন
     পুরোই সর্বনাশ।

সততাতে স্বর্গ আসে
    ভণ্ডামিতে নরক, 
নিজকে চিনলে স্বর্গ-নরক
    করা যাবে ফরখ।

 তখন সবে বুঝতে পারবে
     কারা সৃষ্টির সেরা, 
খুনখারাবি, ব্যভিচার সব
     বন্ধ করবে তারা।

এতে দেশে এসে যাবে
     মহাসুখের বান,
হবে না আর ভণ্ডের রাজ্যে
     দুঃখের অবস্থান।

ভণ্ড রাজা নিজকে আড়াল
       করবে ভয়ে বনে,
নীতির রাজা বসবে তখন
      দেশের সিংহাসনে।




No comments: