Monday, May 27, 2024

মাতৃভূমি

খুব সুন্দর হয়েছে। তবে কয়েক জায়গায় স্বরবৃত্ত ছন্দের মাত্রা ঠিক হয়নি বিধায় ছন্দপতন ঘটেছে।
তাই, তোমার লেখা কবিতাটি ঠিক করে দিলাম।
লেখা চালিয়ে যাও। ধন্যবাদ।

মাতৃভূমি বংলা আমার
     ষঢঋতুর দেশ,
মনমাতানো রূপটি যে তার
      ভাল লাগে বেশ।

নদীি-নালা, খাল-বিল সব এর
          ভরে থাকে মাছে,
গাছের শাখায় হরেক রকম
          পাখপাখালি নাচে।

হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খৃষ্টান
         থাকি পাশাপাশি,
আমরা সবাই একই জাতি
         বাংলা ভাষাভাষী,

চারদিকটা যার সবুজ-শ্যামল
         বন-বনানী ঘেরা,
সে যে আমার জন্মভূমি
          সকল দেশের সেরা।

No comments: