Sunday, May 19, 2024

মদন আলীর ডিজিটাল চিস্তা

মদন আলীর ডিজিটাল চিন্তা 
      মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

মদন আলী শাড়ি পরে শপিং মলে যায় 
তাকে দেখে সকল ক্রেতার দারুণ হাসি পায়।
তার এক বন্ধু জিজ্ঞেস করে,
কি জন্যে সে শাড়ি পরে,
মদন বলে পরে শাড়ি ডিজিটাল চিন্তায়।

No comments: