Wednesday, May 29, 2024

তালগাছ নামক গদি রক্ষা

মুহাম্মদ আবদুর মান্নান ইয়াকুবী

চলে গুম আর খুনাখুনি
এখন নেতার নীতিতে,
উদ্দেশ্য এর একটা শুধু
টিকে থাকা গদিতে।

                 তাইতো কারো নেই সমতা
                 কথা কর্ম আর চিন্তায়
                 ঐক্য, সত্য, উদারতা
                  গেছে এখন সব গোল্লায়।

ধৈর্য-সহ্য, ন্যায়-নীতি সব
হয়ে গেছে আজ বর্জ্য,
চরিত্রেও দেখায় নেতা
বিশ্বসেরা নির্লজ্জ।

রেষারেষি চলে শুধু
আপন স্বার্থ রক্ষার্থে,
কিন্তু কারো নিবেদিত
মন থাকে না পরার্থে।

           অন্যায়ের আজ প্রতিবাদ কেউ
           করতে গেলে খায় গুলি,
           গুণীলোকজন এ কারণে
            নিত্য হয়ে যায় বলি।

হলেও হোক সর্বনাস আজ
দেশ ও জাতি পুরোটা,
থাকা চাই নিজ অধিকারে
তালগাছ নামক গদিটা।
                     ........

Monday, May 27, 2024

মাতৃভূমি

খুব সুন্দর হয়েছে। তবে কয়েক জায়গায় স্বরবৃত্ত ছন্দের মাত্রা ঠিক হয়নি বিধায় ছন্দপতন ঘটেছে।
তাই, তোমার লেখা কবিতাটি ঠিক করে দিলাম।
লেখা চালিয়ে যাও। ধন্যবাদ।

মাতৃভূমি বংলা আমার
     ষঢঋতুর দেশ,
মনমাতানো রূপটি যে তার
      ভাল লাগে বেশ।

নদীি-নালা, খাল-বিল সব এর
          ভরে থাকে মাছে,
গাছের শাখায় হরেক রকম
          পাখপাখালি নাচে।

হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খৃষ্টান
         থাকি পাশাপাশি,
আমরা সবাই একই জাতি
         বাংলা ভাষাভাষী,

চারদিকটা যার সবুজ-শ্যামল
         বন-বনানী ঘেরা,
সে যে আমার জন্মভূমি
          সকল দেশের সেরা।

ভণ্ড রাজার দেশে

ভণ্ড রাজার দেশটাতে সব
   ভণ্ড করে বাস, 
তাইতো সোনার দেশটা এখন
     পুরোই সর্বনাশ।

সততাতে স্বর্গ আসে
    ভণ্ডামিতে নরক, 
নিজকে চিনলে স্বর্গ-নরক
    করা যাবে ফরখ।

 তখন সবে বুঝতে পারবে
     কারা সৃষ্টির সেরা, 
খুনখারাবি, ব্যভিচার সব
     বন্ধ করবে তারা।

এতে দেশে এসে যাবে
     মহাসুখের বান,
হবে না আর ভণ্ডের রাজ্যে
     দুঃখের অবস্থান।

ভণ্ড রাজা নিজকে আড়াল
       করবে ভয়ে বনে,
নীতির রাজা বসবে তখন
      দেশের সিংহাসনে।




Sunday, May 19, 2024

মদন আলীর ডিজিটাল চিস্তা

মদন আলীর ডিজিটাল চিন্তা 
      মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

মদন আলী শাড়ি পরে শপিং মলে যায় 
তাকে দেখে সকল ক্রেতার দারুণ হাসি পায়।
তার এক বন্ধু জিজ্ঞেস করে,
কি জন্যে সে শাড়ি পরে,
মদন বলে পরে শাড়ি ডিজিটাল চিন্তায়।