মুহাম্মদ আবদুর মান্নান ইয়াকুবী
চলে গুম আর খুনাখুনি
এখন নেতার নীতিতে,
উদ্দেশ্য এর একটা শুধু
টিকে থাকা গদিতে।
তাইতো কারো নেই সমতা
কথা কর্ম আর চিন্তায়
ঐক্য, সত্য, উদারতা
গেছে এখন সব গোল্লায়।
ধৈর্য-সহ্য, ন্যায়-নীতি সব
হয়ে গেছে আজ বর্জ্য,
চরিত্রেও দেখায় নেতা
বিশ্বসেরা নির্লজ্জ।
রেষারেষি চলে শুধু
আপন স্বার্থ রক্ষার্থে,
কিন্তু কারো নিবেদিত
মন থাকে না পরার্থে।
অন্যায়ের আজ প্রতিবাদ কেউ
করতে গেলে খায় গুলি,
গুণীলোকজন এ কারণে
নিত্য হয়ে যায় বলি।
হলেও হোক সর্বনাস আজ
দেশ ও জাতি পুরোটা,
থাকা চাই নিজ অধিকারে
তালগাছ নামক গদিটা।
........