রাসুল বিদ্রুপ মানে
মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী
রাসুল বিদ্রুপ মানে-
মানবতার অপমান
মিথ্যার জয়গান
ন্যায়-নীতি প্রত্যাখ্যান
কুকর্মের আহ্বান
ত্রাসের জন্মদান
ডেকে আনা স্রষ্টার
গজবের বান।
প্রমাণ করা নিজেকে
জারজ, মিথ্যুক
নিন্দুক,কুলাঙ্গার,
অমানুষ, অসভ্য, বদমাশ
লাথি আর থুথু খাওয়া
আপামর জনতার।
হিংস্র, লম্পট, দাঙ্গাবাজ
ধান্ধাবাজ, কাফের
মহাপাপী এ ধামে,
পরকালে চিরতরে
নিশ্চিত জ্বলতে থাকা
কঠিন জাহান্নামে।
No comments:
Post a Comment