Thursday, November 26, 2020

সফল জীবন

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

সুমিষ্ট বচন আর
    সুমধুর হাসি,
বাজায় সবার মনে
    মোহনীয় বাঁশি।

অশালীন ভাষা যার
    মুখ থেকে আসে,
বিপদে থাকে না তার
   কোনো  লোক পাশে।

যে লোক বলে কথা
  মিষ্টি মিষ্টি হেসে,
সবাই আপন তাকে
  করে ভালবেসে।


No comments: