Saturday, October 10, 2020

দুর্নীতি

দুর্নীতি 

   মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

দুর্নীতি যে খারাপ নীতি
   জানে সর্বজনে,
অভিশাপ যা বয়ে আনে
    জাতীয় জীবনে।

এর কারণে হয় না দেশে
      কোনো উন্নয়ন,
সবে মিলে দূর্নীতি তাই
      করতে হয় দমন।

ব্যাপক এবং জটিল এটি
      গতি ও ধরণে,
তাইতো অতি কষ্ট হয় এর
      সংজ্ঞা নিরূপণে।

সংক্ষেপে যা বলতে গেলে
     বলতে হয় এমন,
নিজ দায়িত্বে অবহেলা 
  আর পরের ধন হরণ।

অযোগ্যদের বসার জন্যে
        যোগ্যদের আসনে,
চাটুবৃত্তি করা কর্তার 
            প্রিয়তা অর্জনে।

ভয় প্রদর্শন ঘুষ, প্রভাব আর
  বল প্রয়োগ করণ,
নিজের স্বার্থে ঘঠলে এসব 
    দুর্নীতি হয় তখন।

দুর্নীতিটা লালন করে
  দেশে সব দুর্জনে,
নিরীহরা পায় না খুঁজে
  শান্তি  এ কারণে।

যদি কোথাও দুর্নীতির হয়
    একবার অনুগমন,
সবার পক্ষে দুঃসাধ্য হয়
  সেটির উচ্ছেদ করণ

শাসকগণকে কঠোর হতে
      হবে তা দমনে,
আন্তরিকও হতে হবে
       দারিদ্র্য মোচনে।

প্রযুক্তি আর জ্ঞান চর্চাতে
      থাকলে জনগণ,
দেশে শীঘ্রই এসে যাবে
    উন্নতির প্লাবন।

সত্য পথের পথিক সবে
     হলে এ জীবনে,
দুর্নীতি আর থাকে না তার
     কর্মে এবং মনে।

তাই সবাইকে হতে হবে
      অধিক সচেতন,
স্ব স্ব ধর্মের বিধান মেনে
    করবে কাল যাপন।

মৃত্যুর পরে শাস্তির কথা
      রাখতে হবে মনে,
দেখবে তবে দুর্নীতির মন
    দমবে এ ভূবনে।

দুর্নীতি রোধ হলে দেশে
  আসবে শান্তির পবন,
দেশ ও জাতি ধন্য হবে
   পাবে সুখের জীবন।

           .......

No comments: