Wednesday, October 7, 2020

খারাপ লোক চেনার উপায

খারাপ লোক চেনার উপায়

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

এ কবিতার কথামালা
   স্মরণ থাকবে যার,
খারাপ লোককে চিনতে কভু
     ভুল হবে না তার।

স্বভাবে হয় খারাপ লোকটা
        সন্দেহপ্রবণ,
তাই অপরকে বিশ্বাস করতে
        পারে না সে জন।
     
খারাপ লোক তার ভুলটা আদৌ
   করে না স্বীকার,
যুক্তিতেও চায় না কভু
   মেনে নিতে হার।

তুচ্ছতাতে হিংস্রের  মতো 
   করে সে আঘাত,
সব বিষয়ে ভাবে পন্ডিত
     সাজে অভিজাত।
    
কথা বলার সময় করে
   নিজের অহংকার,
ক্ষমতারও অপপ্রয়োগ
  দেখায় বারংবার।

অন্যের সম্মান প্রদর্শনকে
      ভাবে দুর্বলতা,
লোকদের করে তিরস্কার আর
      বলে মিথ্যা কথা।

গচ্ছিত ধন তসরুপ করে
     ওয়াদা করে ভঙ্গ,
বন্ধুর দুঃখে দূরে থাকে
   সুখ এলে দেয় সঙ্গ।

দুর্বল জায়গায় জোরে আঘাত
  করে অপর লোকের,
সত্য-মিথ্যা বুঝতে চায় না
   স্বার্থ রক্ষায় নিজের।

প্রতিভাবান লোকদেরকেও
     খাটো চোখে দেখে,
খুব বুদ্ধিমান এবং জ্ঞানী
      ভাবে সে নিজেকে।

প্রতিবেশীর মঙ্গলে তার
    মনে বিদে শূল,
দুঃখ কারো দেখলে আবার
    পায় সে সুখের কূল।
      
যুক্তি ছাড়া তর্ক হয় তার
     ঝগড়ার হাতিয়ার,
কথা, কর্ম আর চিন্তায়ও
    মিল থাকে না তার।

  পরের নিন্দা, তোষামুদি
    এবং প্রতারণা,
এ সব হচ্ছে খারাপ লোকের
     চরিত্রের বর্ণনা। 

          .......

No comments: