Saturday, October 6, 2018

রূপকথন

        রূপকথন

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

শুভ্র শাড়ি পরনে আর
    হাস্য বদনখানি,
দেখায় তাকে নব্যযুগের
    রূপসী এক রাণি।

চাঁদমুখে তার ফুলেল হাসি
  মন কেড়ে নেয় আমার,
তাইতো আমি মন ভরে তার 
     রূপ দেখি বার বার।

চোখদ্বয়ে তার জাগে নিত্য
     সুখ সমুদ্রের ঢেউ,
সুখরাজ্যেও এর মত সুখ
    খুঁজে পায় না কেউ।

হৃদয় যে তার মহান উদার
      চাহনিতে কয়,
ধরাতে হোক এমন শালীন
        নারীর চির জয়।
            ......
     

    

No comments: