মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী
হিজাব হলো মুসলিম নারীর
আসল পরিচয়,
এর দ্বারা সে করে থাকে
শালীনতার জয়।
নারীর প্রতি কু-দৃষ্টিকে
রারণ করে হিজাব,
হয় না এতে পর পুরুষের
নেত্র দ্বারা পাপ।
একজন নারীর মান বেড়ে যায়
হিজাব করা হলে,
সমাজেও ওই নারীকে
শালীন নারী বলে।
সঠিক হিজাব করলে নারীর
হবে অধিক সাওয়াব,
লোলোপ দৃষ্টি বৃদ্ধির হিজাব
পরলে হবে পাপ।
ভদ্র নারীর জন্যে হিজাব
আদর্শ পোশাক,
বাস্তবে যা অনিন্দিত
করে তার আখলাক।
.....
No comments:
Post a Comment