Friday, September 21, 2018

মৃত্যু মুমিন বান্দার জন্যে আশীর্বাদ

মৃত্যু মুমিন বান্দার জন্যে আশীর্বাদ

     মুহাম্মদ আবদুল মান্নান ইয়কুবী

মুমিন বান্দার পরকালে
   নেই মোটেও  ভয় ,
ওই কালে তার মেলবে স্বর্গ
      কাটবে সুসময়।

কোরআনে এ প্রতিশ্রুতি
দিয়েছেন খোদায়,
নবী এবং রাছূলগণের
    মাধ্যমে ধরায়।

মৃত্যুর পরে মুমিন বান্দার
    নসিব হয় জান্নাত,
একারণে তার জন্যে হয়
     মৃত্যু আশীর্বাদ।

           .....
DEATH IS THE BLESSING FOR
             THE FAITHFUL

;Md. Abdul Mannan Yaqubi

The faithful will be free from fear
     In the world hereafter,
When they'll get heaven to pass
     A peaceful time forever.

This is the God's promise mentioned
       In the holy Quran,
And through the apostles on earth
        We get his revelation.

The faithful get this heaven 

   He desired after death,

So, death is, blessing to them and
        They are lucky indeed.
                ........
                            Date: 22. 09. 2018
   
       

No comments: