Tuesday, April 23, 2024

ভন্ড সমাচার

ভন্ড সমাচার
       মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

ভন্ডদের আজ কদর বেশি
              বাংলাদেশের ভেতরে,
ভক্তি তাদের করে বহু
              মানুষরূপী ইতরে।

নেইকো তাদের ধর্মীয় জ্ঞান
                দেখায় ধর্মে শ্রদ্ধা খুব, 
শয়তানেরই মলে তারা
                পূত হতে মারে ডুব। 

গাঁজার আসর বসায় তারা
            মারে গাঁজায় নেশারটান,
মাতালামি আর আস্ফালনে
          চালায় জিকির, করে ধ্যান।

পীরে গাহে বাউল গীতি
          ভক্তরা কয় ইল্লাল্লাহ,
গান-জিকিরের ধ্বনি কাঁপায়
        খানকাসহ মহল্লা।
         
নাচ-গান- মদ আর জেনায় তাদের
              খানকা থাকে সরগরম,
বিজ্ঞজনে দেখলে এদের
                বলে পাপী, বেশরম।

জাহান্নামের পথিক হবে
          চললে এদের পথ ধরে,
শাস্ত্রবিদদের কথা এখন
             শোনে না সব বর্বরে। 

তারিখ. ০৫- ০২- ২০২৪ খ্রি.

             ........

Sunday, April 14, 2024

আলেমের কারণে


 সাবধান বাণী 
     মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

অধিকাংশ আলেম এখন
     দেখা যায় পথভ্রষ্ট,
যাদের দ্বারা হচ্ছে ধর্মের
    ঐতিহ্য বিনষ্ট।

তাদের থাকে টাকার লিপ্সা
         এলেমের স্বল্পতা,
কথা, কর্ম আর চিন্তায় নেই
       মোটেও সততা।

বেশভূষাতে সাজে অলি
    আর করে ভণ্ডামি,
 স্বার্থ রক্ষায় পর ঠকাতে
    করে সব নোংরামি।

ঐক্য, সংযম, উদারতা
    সামাজিক সম্প্রীতি,
দেখা যায় না তাদের মাঝে
     এসব রীতি-নীতি। 

একে অন্যের বিরোধিতায়
       বনে রণবীর, 
লোকালয়ে খানকা খোলে
       সাজে ভন্ড পীর।

মন্দ ছাড়া ভালো কথা
     কয় না এরা মুখে
অন্যের সুখের খবর শুনলে
    থাকে মহা দুঃখে।

তাদের ওয়াজের বিষয়বস্তু
    থাকে গান আর গালি,
কারণ তাদের কোরান-সুন্নার 
     এলেম থাকে খালি।

আমল-আখলাস বিচারে হয়
       এরাই অধার্মিক,
ইসলামের নয় সেবক তারা
      দাও তদেরকে ধিক।

সত্য-মিথ্যা পরখ করতে
   হাদিস-কোরআন পড়ো,
সে মোতাবেক আমল করে
    পুণ্য জীবন গড়ো।

কোরান সুন্নায় বিজ্ঞ পীরের
     করলে অনুস্মরণ,
ইহকাল আর পরকালে
     সার্থক হবে জীবন।

ভণ্ড আলেম মেনে চললে
      হারাবে ঈমান,
জাহান্নামে জ্বলতে হবে
     সাবধান মুসলমান। 

Most of the Alims are now
      Observed astryed
And by whom the religious
      Tradition is fully destroyed.

They greed for money and lack
       The religious knowledge,
And they're not honest in words 
     Action and thoughts always. 

They look guides in Their getup 
          But hypocrites really,
And for self-seeking, they cheat
        With men shamelessly,

Unity, modesty, generosity 
         And social amity,
Remsinn out of their character
         All thes activities. 


     




       
       
       












,      
      
      
       
    
        
       


 




 





 

Tuesday, April 9, 2024

বাজে আলেম সম্পর্কে

প্রিয় নীচমতি মাঠকাঁপানো কতিপয় ঠনঠনে আলেম যারা খালি কলসির মত বাজেন বেশি, তাদের প্রতি হেদায়েতর উদ্দেশ্যে রইলো আমার দোয়া ও সালাম আর ঘৃণামাখা প্রীতি ও শুভেচ্ছা। 

আমি একজন অজ্ঞ লোক। আমার মত লোকদেরকে আপনারা নালায়েক বা আওয়ামের দল বলে থাকেন। তাই ভয়ে ভয়ে আপনাদের বিরুদ্ধে আজ আমি কলম ধরতে যাচ্ছি। হয়তো আমার কলমের খোঁচায় আর এর কালির ছিটকায়  আপনাদের ধবধবে সাদা অথবা নানা রঙের আলখেল্লা আপনারা যারা যে রঙের পরে থাকেন তা হয়তো নষ্ট বা বিশ্রী হয়ে যেতে পারে। তবে অসুবিধে নেই,  আমার মত গণ্ডমূর্খ একজন লেখকের কলমের কালিতে আপনাদের পবিত্র আলখেল্লা মোবারক নষ্ট হলেও তা অতি অল্প দামী সাবান দ্বারা ধৌত করলে নিমিষে পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। 

যাহোক,আপনাদের ব্যাপারে আমার প্রথম বক্তব্য হলো, আর্পনারা আলেম হয়ে একজন আরেক জনের বিরুদ্ধে খেঁকিকুকুরের মত কামড়াকামড়ি করেন কেন? । আপনাদের মধ্যে খুব কম সংখ্যক আলেম রয়েছেন যারা খুবই দক্ষ এবং হাক্কানী। এদের মধ্যে কোনো কামড়াকামড়ি বা দলাদলি নেই; এরা হক কথা বলেন, মানুষকে সঠিক পথের দিশা দেন। এদের থাকে না দুনিয়ার লোভ -লালসা, এরা নিজেরা চলেন কোরআন ও সুন্নাহর বিধান মেনে এবং অন্যদেরকেও অনুরূপভাবে চলার জন্যে উদ্ভুদ করে থাকেন। এদের আদেশ-নিষেধ, এবং পরামর্শ মানুষ আন্তরিকতার সাথে গ্রহণ করেন।  তাই এদের প্রতি থাকে মানুষের অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধা যা আপনারা অর্জন করতে পরেন নি।তাদের প্রতি জনতার এ অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধা দেখে আপনারা তেলে বেগুনের জ্বলে ওঠেন ; তাদের বিরুদ্ধে মিথ্যাচার করেন, শুধু তাই নয়, তাদের বিরুদ্ধে আপনারা জিহাদে ফি ছাবিলিশ শয়তানও ঘোষণা করে থাকেন।

তাঁরা সংখ্যায় অতি নগন্য। তাঁদের শক্তিসামর্থ, ধনজন ও গাড়িবাড়ি আপনাদের মতো নেই। তাদের লোভ লালসা নেই। উপরি পাওয়ার আশাও তাঁরা পোষণ করেন না।

 বর্তমানে আপনাদেরকে মানুষ বয়কট করে চলছে। আপনাদের এ অবস্থা চলতে থাকলে অদূর ভবিষ্যতে জনগণ আপনাদেরকে দেখলে মুগুর নিয়ে নেড়িকুত্তাকে যেভাবে তাড়ায় সেভাবে তাড়াবে। আর আপনাদের মতো নোংরা আলেমদের কারণে প্রকৃত আলগণও অপমানিত হবে এবং বর্তমানে হচ্ছেও। আপনাদের মধ্যে অনেকে অন্যদের দ্বারা আয়োজিত মাহফিলে বক্তা  হিসেবে  ওয়াজ করতে গিয়ে তাদের থেকে মোটা অংকের টাকা নিয়ে থাকেন। আর মাহফিলে গিয়ে জনগণকে হেদায়েতর জন্যে কোরআন ও হাদিসের আলোকে বক্তব্য না দিয়ে দক্ষ ও পরহেজগার  আলেমদেরকে
বিনা কারণে আপনাদের প্রতিপক্ষ মনে করে তাদের সমালোচনা করেন; তাদের বিরুদ্ধে মিথ্যাচার করেন; তাদেরকে অশ্রাব্য ভাষায় গালি-গালাজ করেন ; তাদেরকে অপমান করার জন্যে মরিয়া হয়ে ওঠেন। 

এ শুধু শয়তান নয়, শয়তানের নাতিন জামাইও বটে। তাই সে ওয়াজ করার সময় জিকিরের নামে ব্যাঙের মতো লাফালাফি করে ইসলামের অলি আউলিয়াদেরক বাবা সম্বোধন করে তাদের নামে জিকির করে তাকে ও তার মাহফিলে উপস্থিত জনতাকে ইমান হারা করে। যেমন, জিকিরে সে বলে, "খাজা বাবা" আর মাহফিলে উপস্থিত লোকেরা বলে, ' আল্লাহ। মেরালি বাবা, "আল্লাহ"।গোলাপ শাহ বাবা, " আল্লাহ"। ইত্যাদি, ইত্যাদি। এ জিকির দ্বারা ইসলামের এসব আউলিয়াগণকে সে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে 'আল্লাহ' হিসেবে দাঁড় করাতে চায়। এছাড়াও সে বাউলগীতি, পল্লিগীতি, লোকগীতি ও  প্রেমের গীতির চর্চা করে মাহফিলের পবিত্রতা নষ্ট করে। তার মুখে ঝাড়ু, জুতা ও থুথু নিক্ষেপ করা দরকার।

Monday, April 8, 2024

পবিত্র রমজানের সৌজন্যে প্রার্থনা- ২৮

পবিত্র রমজানের সৌহন্যে প্রার্থনা-২৮
       মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

হে ক্ষমাশীল, হে দয়াবান,
বিশ্বপ্রভু রাব্বানা,
দুহাত তুলে তোমার নিকট
করছি আজ এ যাচনা,
"দাও আমাকে দৃঢ় ঈমান আর দাও দৃঢ় চেতনা।"
                       কবুল করো প্রার্থনা।।

ঈমান ছাড়া পুণ্যবান লোক
হয় না কভু ভুলোকে,
মরলে হবে এমন লোকের
কঠিন শাস্তি দ্যুলোকে।
এ অবস্থা আমায় তুমি দিয়ো না হে মাওলানা।
                       কবুল করো প্রার্থনা।।

সারা বিশ্বের সব জাতিতে
মেলবন্ধনের দাও বন্যা,
অশান্ত এ বিশ্বে করো
স্থায়ী শান্তির সূচনা।
সিয়াম ব্রতের অসিলায় এ চাওয়ায়  বিমুখ হয়ো না।
                    কবুল করো প্রার্থনা

             .....

Sunday, April 7, 2024

প্রার্থনা

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুব

হে প্রভু, বিশ্বস্রষ্টা, আমি তোমার দাশ
তোমার দরবারে করি প্রার্থনা,
চাই ক্ষমা আর করি তব
অনুগ্রহ কামনা।
             কবুল করো প্রার্থনা।

হে মহান, হে দয়াবান,
তুমিই সর্বদাতা, তোমার দানের নেই
তুলনা। আজীবন আমাকে রেখো আনন্দে ভরপুর করে বর্ষিয়ে তব করুণা।
                কবুল করো প্রার্থনা।

হে সর্বক্ষমতাবান, মম জীবনের 
সবঋতুকে বৃথা যেতে দিও না,
শক্তি দাও এগুলোতে ভালো বীজ বপিতে যেনো মোর যবুথবু শীত ঋতুতে আসে ফসলের বন্যা।
               কবুল করো প্রার্থনা।