প্রিয় কবি নজরুলকে
মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী
হে প্রিয় কবি!
চাঙ্গা করলে জাতি তুমি
রাঙা করে প্রাণ,
তাইতো শ্যামল বঙ্গে তুমি
চিরমহীয়ান।
এ শ্যামলের বাগে তুমি
গানের পঙ্খিরাজ,
তোমার গানের মধুর সুরে
মুগ্ধ সবাই আজ।
প্রেম, যৌবন আর বিদ্রোহী গান
গেয়ে শত শত,
দেশবাসীদের রাখছো তুমি
মহানন্দে রত।
গানে তুমি কাঁপিয়েছ
শ্বেত সিংহাসন,
দ্রোহের দাহে জ্বালিয়েছ
শোষণ- উৎপীড়ন।
জাতি-ধর্ম নির্বিশেষে
গেয়ে তুমি গান,
জাগিয়েছ সবার মনে
সাম্য-প্রীতির বান।
সিংহধ্বনি ম্লান করে দেয়
বিদ্রোহী নাদ তোমার,
কুহুর মধুর সুরও তোমার
কণ্ঠে মানে হার।
শুনে তোমার বিদ্রোহী গান
আমরা বীরের বেশে,
স্বাধীনতার ঝন্ডা ওড়াই
উচ্ছ্বাসে নিজ দেশে।
শিশু, কিশোর, যুবক, বৃদ্ধ
সবার কবি তুমি,
প্রাণের চেয়ে প্রিয় তোমার
ছিল মাতৃভূমি।
রাখে তোমার গান-কবিতা
জাতির উঁচু শির,
ভয়কে জাতি জয় করে তাই
থাকে মহাবীর।
স্বভাব গুণে তুমি মাটি
আর মানুষের কবি,
এ কারণে ভাবি তোমায়
বাংলা মায়ের রবি।
কর্মে তুমি রেখে গেছো
বিশ্বখ্যাত নাম,
মনভরে তাই জানাই তোমায়
শ্রদ্ধা ও সালাম।
........
No comments:
Post a Comment