Monday, May 1, 2023

মহানবীর জন্মদিনে

মহানবী (সঃ) এর জন্মদিনে

   মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

স্বর্গীয় পুলক আজ আকাশের মাঝে,
ধরাও জেগেছে এক অপরূপ সাজে।

ঘুম থেকে জেগে সবে আঁখি মেলে আজ,
চারদিকে দেখে শুধু মনোলোভা সাজ।

মোহিত সবাই আজ ভোরের আলোয়,
বয়ে যায় ঞফছন্দে ছন্দে  কোমল মলয়।

সর্বত্র ছড়ায় এটি মোহনীয় ঘ্রাণ,
নিঃশ্বাস আর প্রশ্বাসে ভরে যায় প্রাণ।

পাখিরা ধরেছে তান শাখায় শাখায়,
অপূর্ব সুরে সবার হৃদয় মাতায়।

রবির উজ্জ্বলতায় নেই আজ জ্বালা,
উল্লাসে ছুটোছুটি করে মেঘমালা।

ফুলে ফুলে রাঙা আজ সকল কানন,
পপুলকের রাজ্য যেনো নিখিল ভুবন।

কীট-পতঙ্গ বিহগ আর পশু যত,
তারাও রয়েছে খুব আমোদে নিরত।

হিংসা-বিদ্বেষ আজ নেই কারো মনে

প্রীতিবিনিময় শুধু চলে জনে জনে।

ভবে কেন আজ দিন এত মধুময়?
সব মনে এ নিয়ে জিজ্ঞাসিত হয়।

ছিল সেটি রবিউল আওয়াল মাস,
এর বারো তারিখের এসব উচ্ছ্বাস।

আবির্ভাব হয়েছিল সেদিন নবীর,
তাই ওই দিন ছিল এতই খুশির।
                   ........

No comments: