ফেব্রুয়ারির একুশ তুমি
ত্যাগের মহিমায়,
উদ্ভাসিত হলে বঙ্গে
বাংলার মান রক্ষায়।
রক্তরাঙ্গা অমর তুমি
তোমার রক্তের প্লাবন,
প্লাবিত আজ করে ফেলে
ধরার সব অঙ্গন।
এ প্লাবনের মধ্য দিয়ে
বাংলাভাষা ধরায়,
মানবকুলে গৌরবোজ্জল
আসন পেয়ে যায়।
বাঙ্গালিরা সব সংগ্রামে
বীরের মত লড়তে,
তোমার থেকে উদ্দীপনা
পেয়েছে এ মর্তে।
উনিশ শত বায়ান্নের পর
প্রতিটি সংগ্রামে,
তোমার তেজে এ জাতি হয়
বিজয়ী নিজ ধামে।
বাঙ্গালীদের শেখাও তুমি
আত্মত্যাগের মন্ত্র,
স্বাধীনতা, সাম্য, মৈত্রী,
এবং গণতন্ত্র।
তোমার মাঝে বাঙ্গালীরা
খুঁজে পায় নিজ ঘ্রাণ,
কারণ তোমার ভেতর আছে
বাংলাভাষার প্রাণ।
.......
No comments:
Post a Comment