Monday, February 20, 2023

বাংলার কুলাঙ্গার

বাংলার কুলাঙ্গার

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

 বাংলার কদর বাড়ে শুধু    

একুশ এলে যার,

সে লোক হচ্ছে বঙ্গমাতার
    খাঁটি কুলাঙ্গার।

একুশের পর এ কুলাঙ্গার
     বাংলা ভুলে যায়,
বিদেশীদের ভাষার প্রীতি
      তার মনে স্থান পায়।

ক্রমান্বয়ে বাড়ছে এসব
      কুলাঙ্গারের দল,
এতে বাংলার ভবিষ্যতটা
       হবে না উজ্জ্বল।

মায়ের চেয়ে মাসির কদর 
    থাকে এদের বেশি,
তাইতো মাতা এদের কাছে
      হয়ে যায় পরদেশী।

একুশে তাই বঙ্গমাতা
   ডেকে এদের বলে,
বাংলাপ্রীতি না থাকলে যাও
    বাংলা ছেড়ে চলে।
            ......

No comments: