Thursday, January 26, 2023

যে আমার বন্ধুর দোষ ধরে

যে আমার বন্ধুর দোষ ধরে
        মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

শান্তশিষ্ট ভদ্র মানুষ
       যে ধরে তার দোষ,
সে লোক কিন্তু মানুষ নহে
       বনের পাগলা মোষ।

মিষ্টি মিষ্টি কথা বলে
           লোকের মন ভুলায়,
এমন মধুর লোক সমাজে
            খুব কম পাওয়া যায়।

যে লোক শুধু দোষ ধরে তার
           ছিদ্রান্বেষীর বেশে,
তাকে পাঠও গহীন বনে
           শেয়াল চোরার দেশে।

No comments: