বিত্তবানে ইসলামি নির্দেশ
মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী
কেউবা করে উদরপূর্তি
কেউবা মরে ক্ষুধায়,
কেউবা কাটায় আনন্দে দিন
কেউ কাটায় দিন জ্বালায়।
কেউবা আবার অঢেল সম্পদ
ভোগ করে যায় একা,
কেউবা বেড়ায় ভিক্ষা করে
পায় না সুখের দেখা।
কেউবা গড়ে দালানকোঠা
পরের সম্পদ লুটে,
আবার কারো রাতে নিদ্রার
জায়গাও না জুটে।
নরকূলে এমন জীবন
যদি কারো চলে,
ইসলাম বলে ধনী তখন
থাকে পাপীর দলে।
বিত্তবানরা দীনের অভাব
করবে দূরীকরণ,
ইসলামের এ নির্দেশ তাদের
রাখতে হবে স্মরণ।
তারা যদি এর অন্যথা
করে ইহধামে,
পরকালে কঠিন শাস্তি
পাবে জাহান্নামে।
........
No comments:
Post a Comment