কচি বীরের গান
চল চল চল
চলরে কচির দল,
সফলতা কেড়ে আনতে
বীরের বেশে চল।
চল চল চল, চলরে কচির দল-
সফলতা কেড়ে আনতে বীরের বেশে চল।।
আমরা কচি, সত্যের মসি
গড়ব ধরাতল,
রুখতে মোদের নেইকো এমন
কারো বাহুবল।
আমরা থাকি বাঘের মতো
শক্তিতে উচ্ছল--
চল চল চল, চলরে কচির দল,
সফলতা কেড়ে আনতে বীরের বেশে চল।।
চাঁদ হতে আয় রজনীতে
সূর্য হতে দিনে,
দিবানিশি আলোশূন্য
হবে আমরা বিনে।
মোদের অসি, পাপী নাশী
করবে দেশ উজ্জ্বল -
চল চল চল, চলরে কচির দল,
সফলতা কেড়ে আনতে বীরের বেশে চল।।
No comments:
Post a Comment