Saturday, January 23, 2021

কচি বীরের গান

  কচি বীরের গান

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

চল চল চল
চলরে কচির দল,
সফলতা কেড়ে আনতে
বীরের বেশে চল।
চল চল চল, চলরে কচির দল-
সফলতা কেড়ে আনতে বীরের বেশে চল।।
  
আমরা কচি, সত্যের মসি
গড়ব ধরাতল,
রুখতে মোদের নেইকো এমন
কারো বাহুবল।
আমরা থাকি বাঘের মতো
শক্তিতে উচ্ছল--
চল চল চল, চলরে কচির দল,
সফলতা কেড়ে আনতে বীরের বেশে চল।।

চাঁদ হতে আয় রজনীতে
সূর্য হতে দিনে,
দিবানিশি আলোশূন্য
হবে আমরা বিনে।
মোদের অসি, পাপী নাশী
করবে দেশ উজ্জ্বল -
চল চল চল, চলরে কচির দল,
সফলতা কেড়ে আনতে বীরের বেশে চল।।




  
      

No comments: