Monday, September 21, 2020

বিপর্যয়ের কারণ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

পাপিষ্ঠদের ঝন্ডা এখন
ওড়ে বিশ্বময়,
যেদিকে যায় সেদিকে আজ
করছে তারা জয়।
পাপিষ্ঠদের ঝন্ডা এখন ওড়ে বিশ্বময়।।

সত্যের যোদ্ধা খাঁটি মানুষ
আছে যারা ভবে,
তারা মাত্র মুষ্টিমেয়
হাতেগোনা  হবে।
ধরায় তাদের চলার পথ তাই, থাকে কঙ্কটময়-
পাপিষ্ঠদের ঝন্ডা এখন ওড়ে বিশ্বময়।।

এ যুগে যার যতো বেশি
বাহুতে জোর আছে,
শ্রদ্ধা দিতে সর্বলোকে
ভীড় জমায় তার কাছে।
তার কারণে পুণ্যবানদের হচ্ছে ধরায় ক্ষয়-
পাপিষ্ঠদের ঝন্ডা এখন ওড়ে বিশ্বময়।।

পাষাণ, মিথ্যুক, ঘাতকসহ
সকল অত্যাচারী,
বিশ্বে এখন হয়ে গেছে
মহান খেতাবধারী।
এতে তাদের থাকছে না আর সংশয় এবং ভয়-
পাপিষ্ঠদের ঝন্ডা এখন ওড়ে বিশ্বময়।।

গোলাপ দিয়ে মানুষ এখন
করছে পাপী বরণ,
তাইতো লজ্জায় মনুষ্যত্যের 
হয়ে গেছে মরণ।
অভিশপ্ত নন্দিত  তাই, ঘটছে বিপর্যয়
পাপিষ্ঠদের ঝন্ডা এখন ওড়ে বিশ্বময়।।
                   ......

No comments: