Friday, September 11, 2020

ফুলের মতো ফুটতে পারলে



মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

ফুলের মাঝে ফুল হয়ে যাও
     রূপ দিয়ে যাও বাগে,
যেনো তোমার রূপের চমক 
     মন কেড়ে নেয় আগে।

ফুলকে বলে সকল রূপের
       আদর্শ এ ভবে,
ফুলের মতো ফুটতে পারলে
       জীবন সুখের হবে।

No comments: