Monday, March 30, 2020

শান্তির পায়রা না ওড়ার কারণ

শান্তির পায়রা না ওড়ার কারণ

      মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

যা বলে লোক করে না তা
যা করে তা বলে না,
গালভরা সব কথা চলে
কর্মে কথার মিল হয় না।
তাইতো একে অন্যের ওপর আস্থা এখন রাখে না-
এ কারণে শান্তির পায়রা এখন কোথাও ওড়ে না।

এ সমাজে লোকজন এখন 
বাস্তবতায় দেখা যায়,
থাকে লিপ্ত পরচর্চা, মিথ্যা
লোভ আর ছলনায়।
আবাল-বৃদ্ধ-বণিতা কেউ নিয়ম-নীতি মানে না-
একারণে শান্তির পায়রা এখন কোথাও ওড়ে না।।

ভাল কর্মের আদেশ নেই আজ
অসৎ কর্মে নেই বাঁধা,
কেবল গায়ের জোর থাকলে হয়
এ সমাজেে শাহ্জাদা।
তাই সমাজে নিরীহদের দুঃখের সীমা থাকে না-
এ কারণে শান্তির পায়রা এখন কোথাও ওড়ে না।।

সবে নিজকে জ্ঞানী ভাবে
বিজ্ঞজনে পায় না দাম,
উজ্জ্বল জাতির তালিকায় তাই
থাকিতছে না কারো নাম।
লোকজন এখন কি জানে না তাও কিন্তু জানে না-
এ কারণে শান্তির পায়রা এখন কোথাও ওড়ে না।।

শাস্ত্রের কথা শুনলে যেন
অন্তরে পায় সবে শূল,
সমাজে তাই সর্বকাজে
মানুষ করে প্রায়ই ভুল-
ঐক্য এবং সম্প্রীতিতে সমাজে কেউ থাকছে না-
এ কারণে শান্তির পায়রা এখন কোথাও ওড়ে না।।
                   .......

No comments: