Friday, March 27, 2020

করোনা ভাইরাস থেকে শিক্ষা

     মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

বিশ্বকে আজ গ্রাস করেছে
    করোনা ভাইরাসে,
হাজার হাজার প্রাণ নিয়েছে
    মাত্র কয়েক মাসে।

মর্তে সবাই এ ভাইরাসের
     ভয়ে এখন কাতর,
কারণ এটি আক্রান্তকে 
    করে রাখে পর।

সেবায় পায় না আক্রান্ত লোক
    আপন বলতে কেহ,
হয়ে থাকে অসহায় তাই
     নিয়ে রুগ্ন দেহ। 

মরলে তাকে দাফন করতে
      যায় না কেহ কাছে, 
এ ভয়ে যে ভাইরাস যদি
    ধরে ফেলে পাছে।

করোনা দেয় এ শিক্ষা যে 
     কেউ নয় আপন ধরায়,
শুধু আপন সৃষ্টিকর্তা
       দয়াবান ও সহায়।
           ........ 
তারিখঃ ২৭/০৩/২০২০খ্রি.
    
     



No comments: