Tuesday, June 8, 2021

সীতাকুন্ডের রূপ

সীতাকুন্ডের রূপ

 মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

সীতাকুন্ডের পূর্বে পাহাড়
    পশ্চিমে সাগর,
মধ্যখান এর উঁচুভুমি
      রূপে মুগ্ধকর।

অপরূপা প্রকৃতি এর 
      হরণ করে মন,
তাইতো ইচ্ছে করে রূপটি
       দেখতে সারাক্ষণ।

সবুজ-শ্যামল এ এলাকার
  খাল-বিল, ঝর্ণাধারা,
ধরাতলে নিত্য থাকে
     রূপে চমকমারা।

পুকুর, ডোবা, খাল ও বিলে
     আছে প্রচুর মৎস্য,
চাষীর ক্ষেতে সারা বছর
    ভরা থাকে শস্য।

বৃক্ষশাখা থাকে মুখর
  পাখপাখালির গানে,
এদের গানের সুরে প্রাণে
    সজিবতা আনে।

বন বাগানে বৃক্ষে থাকে
  ফুল ও ফলের হাসি,
যে হাসিটা দেখলে মনে
    বাজে খুশির বাঁশি।

হরিণ, বানর, পতঙ্গ আর
   বনমোরগের ডাকে,
দিবারাত্র পাহাড় যেন
   উৎসব মুখর থাকে।

মনমাতানো ইকোপার্ক ও
      চন্দ্রনাথ পাহাড়,
দেখতে এসে প্রায়শ ভিড় 
       জমে জনতার।

গুলিয়াখালির সমুদ্রতট
     দেখলে জুড়ায় মন,
রূপ দেখেনি, এর রূপ কভু
     দেখেনি যে জন।

বাঁশবাড়িয়া সাগর সৈকত
     আর কুমিরা ঘাট,
এ দু জায়গায় নিত্য যেন
     বসে রূপের হাট।

এ এলাকার ভাটিয়ারী
      রূপের সেরা স্থান,
এর অপরূপ শোভায় সবার
      উদাস করে প্রাণ।

দেশের সেরা গল্ফ ক্লাবটি এর
     পাহাড়চূড়ায় স্থিত,
লেক, পাহাড় আর শ্যামল রূপে
      আছে তা বেষ্টিত।

এ গল্ফ কোর্সটি সেনা দ্বারা
    নিয়ন্ত্রিত থাকায়,
অপরূপা স্থানটি সদা 
 থাকে নিরাপত্তায়।

স্ফটিক এর মতো স্বচ্চ
    থাকে লেকের জল,
চললে নৌকা এ জলেতে
    রূপ করে ঝলমল।

পাহাড় বেয়ে পাকা সড়ক
     গিয়েছে ওপারে,
 পর্যটকদের মন কাড়ে যার
     অপুর্ব বাহারে।

ফৌজদারহাটের জাহাজঘাটার
       রূপে কাড়ে নয়ন,
সাগরপাড়ে দেখায় যেন
     হচ্ছে নগরায়ন।  

সীতাকুন্ড হলো দেশের
    সেরা শিল্পাঞ্চল, 
তাই এখানে মেলার মতো
    নামে লোকের ঢ়ল।

বুকচিরে এর চলে গেছে
  ট্রাংক রোড় আর রেল পথ,
যার ফলে হয় সারা দেশে
    সহজ যাতায়ত।

স্কুল, কলেজ, মাদ্রাসা আর
      বিশ্ববিদ্যালয়ে,
নিত্য থাকে এ জনপদ
    জ্ঞানের প্রদীপ হয়ে। 

মুক্তার চেয়ে বেশি খাঁটি
    এ এলাকার মাটি,
যে মাটিতে আমার জন্ম
     এবং বসতবাটি।
        ......

No comments: