Friday, February 5, 2021

নিসিন্দা পাতার ভেষজগুণ

  নিসিন্দা পাতার  ভেষজগুণ 

 মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

পর্ণমোচী নিসিন্দা গাছ
   জন্মে সব জায়গায়,
তাইতো বাংলার সবখানে 
এ গাছটি পাওয়া যায়।

ঘন শাখার গাছটির হয় প্রায় 
    পাঁচ মিটার উচ্চতা,
পাতা এবং ফুলের রঙের
    রয়েছে মুগ্ধতা।

ওষূধি এ গাছের পাতা
   রোধ করে ক্যান্সার,
যক্ষা থেকে করে আরো
   রোগীকে উদ্ধার।

যদি কারো ভাঙ্গা মচকার
    ব্যথা-ফোলা থাকে,
গরম করে ব্যথার ওপর
     বাঁধুন এ পাতাকে।

এ বাঁধনটি বদলাতে হয়
   চার পাঁচ বার দৈনিক,
নইলে দ্রুত ফল পাবে না
   এ পাতার সঠিক।

দুয়েক দিনের মধ্যে নিশ্চিত
  কমবে ব্যথা-ফোলা,
ভাল হয়ে যাবে রোগী
   খাবে খুশির দোলা।

টিউমারে পাতা বেটে
     গরম করে লাগান,
মাত্র কয়েক দিনে দেখবেন
     থাকবে না এর নিশান।
     
যদি পাতার রস পাক করে
     সর্ষের খাঁটি তেলে, 
দুয়েক ফোটা দিলে কানে
   কানরোগমুক্তি মেলে।

সর্ব প্রকার কানের ব্যথায়
    এটি উপকারী,
জেনে রাখবেন আমার দেশের
    সকল নরনারী।

সিকি গ্রাম এর পাতাচূর্ণ 
  খেলে বয়স্করা,
থাকে না আর গুহ্য ধারে
   কৃমি উৎপাত করা।

গেঁটে বাতের মোক্ষম ঔষধ 
      নিশিন্দার পাঁচন, 
যা পাঁচ গ্রাম এ পাতার সিদ্ধ
       পানি পান করণ।

তবে উচ্চ রক্ত চাপে
এ পানি পান মানা,
কুফল বয়ে আসবে এতে
   থাকতে হবে জানা।

নাকের থেকে রক্ত যদি
      পড়ে সব সময়,
এ পাতা কচলিয়ে শুঁকলে
     রোগটি নির্মূল হয়।

রান্না ঘরে পোকা মাকড় 
   করলে খুব উৎপাত,
ডালপালা এর রাখলে কিছু
    হয় এদের উৎখাত।

এ ঔষধি গাছটির এখন
   বংশ হচ্ছে নাশ,
বিলুপ্তি না ঘটতে এটির
   করুন সবে চাষ।
        .......

No comments: